ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ব্র্যাক মাইগ্রেশান মিডিয়া অ্যাওয়ার্ড  পেলেন সালেহ নোমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:৫৮, ২১ এপ্রিল ২০১৮

ব্র্যাক-আইওএম মাইগ্রেশান মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন রেডিও টুডের সিনিয়র রিপোর্টার সালেহ নোমান।

২০১৭ সালের জুলাই মাসে রেডিও টুডেতে প্রচারিত সমুদ্রপথে পাচার হওয়া মানুষদের পরিবারের দুর্দশা, দেশ-বিদেশে পাচার হওয়া নারী ও শিশুদের দু্র্ভোগ এবং পাচারকারীদের বিচারের সার্বিক পরিস্থিতি নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য তাকে এই এ্যওয়ার্ড দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় দেশের বিভিন্ন গণমাধ্যমের ১৪জন সাংবাদিককে এই এ্যওয়ার্ড দিয়েছে বিশ্বের অন্যতম বেসরকারি সংস্থা ব্র্যাক।

গত বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম (বিএসসি)।

এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা, অনুষ্ঠানের মূল বক্তা লেখক ও সাংবাদিক আনিসুল হক, বিশেষ অতিথি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডেপুটি চীফ অব মিশন আবদুস সাত্তার ইসোভ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. সেলিম রেজা,  ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ্ ও ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘অভিবাসনখাতের উন্নয়নে ব্র্যাক যে কাজ করছে তা প্রশংসনীয়। অভিবাসন বিষয়ে যারা সাংবাদিকতা করেন তাদের পুরষ্কার দেওয়া একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আর সাংবাদিকদের মাধ্যমেই আমরা তথ্য পাই। তারাও এই খাতকে সমৃদ্ধ করেছে।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি